ভারত।।
পাহাড়ি পোশাক পরে প্রায় আধ ঘণ্টা কেদারনাথ মন্দিরে ছিলেন মোদী। মন্দির চত্বর প্রদক্ষিণের পাশাপাশি মন্দিরে ঢুকে পুজোও দেন, ঘুরে দেখেন কেদারনাথ মন্দির প্রাঙ্গনে চলতে থাকা উন্নয়নের কাজও। জানা গিয়েছে, এখানে দুপুরের পরে ধ্যানে বসেন তিনি। শুধু কেদারনাথ নয়, আগামী কাল বদ্রীনাথ মন্দিরেও যাবেন নরেন্দ্র মোদী।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor