আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া থানা পুলিশের উদ্যেগে পৌর শহরের যানজট নিরসনে ব্যবস্থা গ্রহন

ব্রাহ্মণবাড়িয়া 20 May 2019 ৩৬৭

আখাউড়া।।

পবিত্র রমজানে আখাউড়া পৌরশহরের অসহনীয় যানজট নিরসনে অত্র থানা পুলিশের উদ্যেগে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আজ ২০ মে সোমবার আখাউড়া পৌরসভার সড়ক বাজার, লাল বাজার, মায়াবী সিনেমা হলের সামন যানজট নিরসনে এ ব্যাবস্থা নেওয়া হয়।

অত্র পৌরশহরে অসহনীয় যানজট একটি দীর্ঘদিনের সমস্যা । ফুটপাত দখল, অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল ইত্যাদি বিভিন্ন কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগীদের চলাচল সহ সাধারণ মানুষের ভোগান্তি চরমে। রমজান মাস উপলক্ষে এ ভোগান্তি আরো কয়েক গুন বেড়ে গেছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করতে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র জনাব, তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রসুল আহমদ নিজামী, ওসি ( তদন্ত) জনাব আরিফুল আমিন, স্থানীয় সাংবাদিক সহ বাজার পরিচালনা কমিটির নেতা কর্মী বৃন্দ।