আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা

রাজনীতি 20 May 2019 ৪৫৭

ঢাকা।।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন পাওয়ায় আজ সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

এ ব্যাপারে রুমিন ফারহানা বলেন, ‘দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ভিত্তিহীন মামলায় আজ কারাগারে। দল আমার উপর যে আস্থা রেখেছে বিশেষ করে ম্যাডামের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণ ও দলের পক্ষে কথা বলা- এটা যেন এমপি হয়ে করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।’

আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানার রয়েছে বাকপটুতা ও ক্ষুরধার যুক্তি। দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে (অলি আহাদের মেয়ে) বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। টিভি, টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন তিনি।