আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাজারে উঠতে শুরু করছেন গীষ্মকালীল রসালো ফল লিচু

সারাদেশ 20 May 2019 ৪৬৮

ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মনবাড়ীয়া আখাউড়া ও বিজয় নগরের আউলিয়ার বাজারে লিচুর বাম্পার ফলন হয়েছে এবার।

(আখাউড়াঃ)
আখাউড়া উত্তর ইউনিয়ন এর বেশ কিছু গ্রাম আজমপুর রামধননগর পুব এবং পশ্চিম, রাজাপুর আমোদাবাদ, চাঁন পুর,কল্যান পুর,আনোয়ার পুর সহ আশে পাশের বেশ কিছু গ্রামে লিচুর বাগান আছে।এই গ্রাম গুলো ঘুরে এমন কোনো বাড়ি নেই যে চার পাঁচ টি লিচু গাছ নেয়।এই বছর প্রায় ৯০ হেক্টর জমিতে লিচুর ফলন আশা করা যাচ্ছে।

(বিজয়নগর)
বিজয়নগরমুকন্দপুর,বিষ্ণুপুর,বিটিদাউতপুর,নোয়াগাও,পত্তন,ফুলবাড়িয়া, দুলালপুর,কাঙ্কুরিয়া,সিংঙ্গার বিল ইউনিয়ন সহ আশে পাশের বহু গ্রামে লিচু বাগান আছে।এবার দেশী বোম্বাই, চায়না সহ বিভিন্ন জাতের লিচুর আবাদ হচ্ছে ইউনিয়ন গুলোতে। বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ২০০ টাকা পযর্ন্ত।  বাগানে গিয়ে কথা বলে জানা গেল ১২০০ টাকা ১৬ টাকা হাজার বিক্রি হচ্ছে।  ইচ্ছা করলে এই গ্রাম গুুলোতে গিয়ে তাজা ফরমালিন মুক্ত লিচু কিনতে পারেন।