নিহত মো. শরীফ মুহাম্মদ সায়েম পৌর এলাকার খৈয়াসারের শাহজাহান মিয়ার ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক। আহত যুবকের নাম নয়ন ইসলাম।
বিশ্বরোড খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সায়েম ও নয়ন আহন হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor