
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ তারেক সুমন সঙ্গীয় কং/৭২৩ জহিরুল, কং/৬২০ রেজাউল হক, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া২২ মে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন রাধিকা বাজারের উত্তর পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ব্রীজের উপর মাদক ব্যবসায়ী জোবায়ের হোসেন প্রকাশ আমিরুল (২৪), পিতা-সোহরাব হোসেন, সাং-পূর্ব পাঁচ পাড়া (ফায়ার সার্ভিস সংলগ্ন), থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ-কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন। উক্ত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৬৮, গত ২২ মে ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক) রুজু করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।