ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মুকুটহীন রাজা! ওনি সরকারি কর্মচারী,কিন্তু দ্বায়িত্ব পালন করতে হয় না। বলছি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মুকুটহীন রাজা রফিক সাহেবের কথা! তার রয়েছে নিজস্ব এম্বুলেন্স! তার এ এম্বুলেন্সে চালক সে নিজেই! সরকার তাকে পুরো সুযোগ সুবিধা দিলেও সরকারের দ্বায়িত্ব পালন না করে নিজের কেনা এম্বুলেন্স পরিচালনা করায় যেন তার মূল দায়িত্ব! তার বিষয়ে কি একটু নজর দেওয়া যাবে কি?

২২ মে, ২০১৯ : ৮:০৩ পূর্বাহ্ণ ৩৮৮

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মুকুটহীন রাজা!ওনি সরকারি কর্মচারী,কিন্তু দ্বায়িত্ব পালন করতে হয় না। বলছি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মুকুটহীন রাজা রফিক সাহেবের কথা!
তার রয়েছে নিজস্ব এম্বুলেন্স! তার এ এম্বুলেন্সে চালক সে নিজেই! সরকার তাকে পুরো সুযোগ সুবিধা দিলেও সরকারের দ্বায়িত্ব পালন না করে নিজের কেনা এম্বুলেন্স পরিচালনা করায় যেন তার মূল দায়িত্ব!
তার বিষয়ে কি একটু নজর দেওয়া জরুুুরী বলে ভুুুুক্তবোগীরা মনে করেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com