আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড জাকির হোসেন কমিউনিস্ট পার্টি-তে যোগদান

রাজনীতি 23 May 2019 ৪৪২

ঢাকা।।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য কমরেড জাকির হোসেন, আজ ২৩-মে ২০১৯ইং বৃহস্পতিবার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় অফিসে, কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পদ কমরেড শাহা আলাম-এর উপস্থিতিতে, পার্টির সদস্য ফরম পূরণের মধ্যদিয়ে, কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন।

প্রবীন সংগ্রামী এই কমরেড, একজন দক্ষ সংগঠক, শ্রমিক নেতা এবং সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম লড়াকু বিপ্লবী সৈনিক। তিনি নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। বি বাড়িয়ার আশুগঞ্জ সার কারখায় দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি নারায়ণগঞ্জ জেলায় বাড়ি করে, বর্তমানে সেখানেই সপরিবারে বসবাস করছেন। এই বর্ষিয়ান নেতা, কয়েক মাস পূর্বেই ওয়ার্কার্স পার্টির সাথে সকল সম্পর্ক ছিন্ন করেন।