কসবা সীমান্ত থেকে ১০ রোহিঙ্গাকে ভারতের অভ্যান্তরে ফেরত

২৩ মে, ২০১৯ : ৯:২৬ পূর্বাহ্ণ ৪২৯

ব্রাক্ষণবাড়িয়া।।

কসবা গোপীনাথপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ রোহিঙ্গা নারী শিশু কে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা ! বিজিবি’র বাধায় ফেরত ।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ সদস্যের রোহিঙ্গা নারী শিশুর একটি দল কে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করে পরে বিজিবি সদস্যদের বাধার মুখে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।

জানা গেছে আজ সকাল ৮ টার সময় অত্র উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগড় গ্রামের পূর্বপাড়া সীমান্তে এবং ভারতের অংশের মতিনগর রায়ের মুড়া সীমান্তে এ পুশ ইন এর ঘটনা ঘটে।
বর্তমানে রোহিঙ্গারা প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের এখানেই অবস্থান করছে।

১০ সদস্যের রোহিঙ্গাদের মধ্যে , ২ জন পুরুষ ও ২ জন মহিলা এবং ৬ টি শিশু রয়েছে।
সকালে তাদের পুশইন করার চেষ্টা করলে বিজিবি তখন বাধা দেয় পরে বিএসএফ ও বিজিবির দু দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে সমঝোতা বৈঠকের পর দুপুর ২ টার সময় বিএসএফ রোহিঙ্গাদের ভারতের অভ্যান্তরে ফেরত নিয়ে যায়।
এঘটনার পর থেকে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com