পশ্চিমবঙ্গে আধাসামরিক বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন

২৩ মে, ২০১৯ : ৪:৪৫ পূর্বাহ্ণ ৪২৫

পশ্চিমবঙ্গ।।
নির্বাচনের ফল প্রকাশ ঘিরে সহিংসতার আশঙ্কায় পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে আধাসামরিক বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন করেছে ভারতের নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গে আরও সহিংসতার আশঙ্কা জানানোর পর এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্যের ৫৮টি ভোট গণনাকেন্দ্রের পাহারায় ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ফল পরবর্তী সহিংসতা ঠেকাতে আরও ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সবমিলিয়ে পশ্চিমবঙ্গে মোট ২০ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

 

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com