আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

মোদির জন্য সুদীর্ঘ উপোসে স্ত্রী যশোদাবেন

আন্তর্জাতিক 23 May 2019 ৩৯০

ডেস্ক।।
নরেন্দ্র মোদির জন্য আজ ভোর থেকেই উপবাসে রয়েছেন তার স্ত্রী যশোদাবেন। পুরো ভারত যখন টিভির সামনে, তখন অম্বাজি মাতার মন্দিরে যশোদাবেন, পুজো দিচ্ছেন, প্রার্থনা করছেন। আর কামনা করছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে তিনশ’র বেশি আসন লাভ করুক তাঁর দল। যশোদাবেন বলেন, আজ বৃহস্পতিবার-গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপোস আছি। মোদি সাহেব যাতে ৩০০-রও বেশি আসন নিয়ে ফের সরকারে আসেন, সেজন্য ব্রত করেছি। উপোসও তাঁর জন্য।তিনি জানান, ভোর থেকে রাখা উপবাস ভাঙবেন সব কেন্দ্রের ফল প্রকাশ্যে আসার পর। আজ ম্যায় বহত খুশ হুঁ।