মোঃ আব্দুল হান্নান।।
নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মহিলা চোর চক্রের ৯ সদস্য ঢাকার গুলশান থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। ১৭ এপ্রিল২০১৯ তারিখে চুরি করার অপরাধে গুলশান থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে থানা সূত্রে জানা গেছে। তাদেরকে চুরির মামলা নং-২৪ দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হল কাউছার মিয়ার স্ত্রী সেবিনা বেগম (৩০), মাসুক মিয়ার স্ত্রী জেসমিন বেগম (৩৫), বাবুল মিয়ার স্ত্রী নাসিমা বেগম (২২), লাল মিয়ার মেয়ে নাজমাা আক্তার (২০), শিপন মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩০), জাহির মিয়ার স্ত্রী মীনা বেগম (৪০), সোবাহানের স্ত্রী অাসমা বেগম (৩০),সুলমান মিয়ার স্ত্রী শরীফা বেগম( ২৫)ও সেলিম মিয়ার স্ত্রী অাঙ্গুরা খাতুন (৩৫) ।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor