ব্রাক্ষণবাড়য়া।।
এবার ব্রাক্ষণবাড়িয়াসদর উপজেলার সুহিলপুরের মিরহাটি এক কৃষকের ধান কাটলেন এন এস আই এর কর্মকর্তাগন।জানা যায় আজ সকালে মিরহাটির ফরিদ মিয়া জমির ধান কাটতে না পারার খবর শুনতে পেয়ে জাতীয় গোয়েন্দা সংস্হা এন এস আই ব্রাক্ষণবাড়িয়া জেলার ভারপ্রাপ্ত উপ- পরিচালক আবু নায়হান এবং অফিসের কর্মকর্তাগন নিজ উদ্যোগে ছুটে আসেন কৃষক ফরিদ মিয়ার জমিতে।এখানে তিনি ফরিদ মিয়া ও তার ভাইকে পেয়ে তাদের সাথে কথা বলেন এবং তাৎক্ষনিক ভাবে জমির ধান কাটতে শুরু করেন এ ঘটনার খবর পেয়ে ব্রাক্ষণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাংগঠনিক সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,সহ সাংগঠনিক নাছির উদ্দিন ছুটে ঐজমিতে।পরে তারা কৃষককে সহায়তা করার লক্ষে জমির ধান কাটতে শুরু করেন এতে করে আসহায় কৃষক ফরিদ মিয়া আনন্দিত ও উৎসাহিত হয়েছেন।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor