ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের ভাদুঘর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম মজুমদার জানান, রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক মারা যায়।
পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই নুরুল ইসলাম।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor