
ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় শহরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, শনিবার বিকালে জেলা শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আটক বাচ্চু মিয়ার (৬০) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে। তিনি পেশায় ডাব বিক্রেতা।
মেয়েটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির মা ও স্থানীয়রা জানান, বাচ্চু মিয়া শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় ডাব বিক্রি করেন। শনিবার বিকালে মেয়েটি বাচ্চুর দোকানে ডাব কিনতে গেলে বাচ্চু তাকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত দোকানে নিয়ে যায়।
সেখানে এক পর্যায়ে বাচ্চু মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে বাচ্চু তাকে ফেলে চলে যায়। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাচ্চুকে আটক করে।
ওসি বলেন, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।