আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সারাদেশ 27 May 2019 ৫৯৩

আব্দুল হান্নান।।

নাসিরনগর থানা পুলিশের উদ্যোগে ২৭ মে ২০১৯ রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় থানা অডিটরিয়ামে অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ সার্কেল এ এস পি মকবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব সৈয়দ ফজলে ইয়াজ আল হোছাইনী ফয়েজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, হরিপুর ইউ/পি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় সহ অাইন বিষয়ক সম্পাদক মোঃ অাব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদি আক্তার হোসেন ভুইয়া,সাংবাদিক মোরাদ মৃধা,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।

বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য্য, পুজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মল চৌধুরী, ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটি নাসিরনগর শাখার সাধারন সম্পাদক মোঃ হাকিম রাজা, শ্রীবাস দাস প্রমূখ ।

সভায় প্রধান অতিথি ও সভাপতি বলেন, বিগত বছরগুলোতে যে মিথ্যা মামলা প্রবণতা ছিল তা পরিহার করতে হবে। নাসিরনগর থানায় আর কোন মিথ্যা মামলা হবে না। যারা মিথ্যা মামলা নিয়ে আসবে তাদের বিরোদ্ধে মামলা হবে।

নাসিরনগর থানায় মদ, জুয়া গাজা, ইয়াবা সেবন ও ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না। সকলকেই আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, আমরা সকলে মিলে নাসিরনগর থানাকে আধুনিক থানা হিসেবে গড়ে তুলব।