
মোঃ আব্দুল হান্নান।।
জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুঙিয়াখাই গ্রামের নাকে বল্লমবিদ্ধ হতভাগা আব্দুল রশিদ আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ডলে পরে।
গত শুক্রবার ভোরে পাশবর্তী বাড়ীর জনৈক ব্যক্তি কতৃক নিক্ষেপিত বল্লম আব্দুল রশিদের নাকে বিদ্ধ হয়। আব্দুল রশিদ কে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শুক্রবার বিকেলেই অস্ত্রোপচারের করে আব্দুল রশিদের নাকে বিদ্ধ বল্লম খোলা হয়। আব্দুল রশিদ চারদিন মৃত্যুর সাথে পান্জালড়ে আজ সকালে না ফেরার দেশে চলে গেছেন।