নড়াইল।।
নড়াইলের লোহাগড়ায় নিজ ছেলে ও ছেলের বউ মিলে বৃদ্ধ মা শেফালী রাণী রায় (৮২) কে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। উপায় না পেয়ে ওই অসহায় মা আশ্রয় নিয়েছিলেন বাড়ির পার্শ্ববর্তী মন্দিরে।নির্যাতনকারীর নাম শংকর কুমার রায় সাবেক ব্যাংক ম্যানেজার ও তার স্ত্রীর নাম কণা রাণী রায়। মঙ্গলবার (২৮ মে) লোহাগড়া বাজারসংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অসহায় শেফালী রাণীর স্বামী মৃত চিত্তরঞ্জন রায়। তিনি এলাকার সম্মানি ব্যক্তি ছিলেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।রাতভর নির্যাতনের পরে মঙ্গলবার (২৮ মে) ভোরে শংকর রায় ও তার স্ত্রী বৃদ্ধা মা শেফালীকে ঘর থেকে বের করে দেন। উপায় না পেয়ে অসহায় মা আশ্রয় নেন পোদ্দারপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে।মা এর নির্যাতনকারীদের কঠিন শাস্তি কামনা করি।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor