ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/ধর্মজিত সিংহ সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/মোহাম্মদ নেয়ামত উল্লাহ, কং/৭৪৯ এএসএম ফাতেউর, কং/৮৫৬ আল মামুন, কং/১০২৯ রফিকুল ইসলাম, কং/৫৮২ এরশাদ, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন ভাদুঘর জিল্লুর রহমান ফিলিং ষ্টেশনের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর হইতে ২৯/০৫/২০১৯খ্রিঃ সকাল তারিখ ০৭.০৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ১। পিয়াস প্রকাশ সোহেল (২৫), পিতা-ফজলু মিয়া প্রকাশ ভোলা, সাং-কান্দিপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। অন্তর মিয়া (২৪), পিতা-মৃত আলমগীর হোসেন, সাং-নোয়াপাড়া, থানা-কসবা, বর্তমান সাং-কান্দিপাড়া জামিয়া মসজিদের পিছনে (নানা বদিউর রহমান এর বাড়ি), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ০১টি সাদা হলুদ পিকআপ এবং২০ (বিশ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে প্রায় সময়ই আখাউড়া সীমান্তবর্তী এলাকা হইতে বিভিন্ন কায়দা কৌশলের মাধ্যমে এবং গাড়ী ব্যবহার করিয়া বিপুল পরিমান মাদক দ্রব্য আনিয়া অত্র থানা এলাকায় বিক্রয় করিয়া থাকে বলিয়া জানা যায়। ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে মাদক দ্রব্য বিক্রয় করিয়া এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করিতেছে । উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor