বিজয়নগর।।
পবিত্র ঈদুল-ফিতরকে সামনে রেখে এবং দরিদ্রদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এবং তাদের মুখে হাসি ফুটানোর জন্য হতদরিদ্র লোকদের মাঝে নতুন কাপড় ও ঈদ সামগ্রী বিতরণ করলেন ‘তিতাস আমাদের গর্ব ‘ অনলাইন সমাজ উন্নয়ন মূলক গ্রুপ।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় বিজয়নগর উপজেলার সিঙ্গারববিল ইউনিয়নে চাউড়া কবি সানাউল হক স্কুল এন্ড কলেজ মাঠে গ্রুপের এডমিন মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রুপে এডমিন মনিরুজ্জামান মিন্টু’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাইন উদ্দিন আহমেদ জুম্মান।
এতে বিশেষ অতিথি ছিলেন চাউড়া কবি সানাউল হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াছিন মিয়া, পীরজাদা সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।
এ বছর সংগঠনের পক্ষ থেকে প্রায় ৩‘শ দরিদ্র বিভিন্ন বয়সের নারী পুরুষদের মধ্যে শাড়ী, লুঙ্গি, থ্রি-পিচ বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদ সামগ্রী বিতরণ করেন ‘তিতাস আমাদের গর্ব ‘ অনলাইন সমাজ উন্নয়ন মূলক গ্রুপ।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor