আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

টানা ৭ দিন বন্ধের কবলে দেশের অন্যতম রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া 31 May 2019 ৫৫২

আখাউড়া।।

টানা ৭ দিন ছুটির ফাঁদে ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া স্থলবন্দর, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব
পবিত্র লাইলাতুল কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সাতদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থল বন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ২ জুন রোববার লাইলাতুল কদর উপলক্ষে ১দিন বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকলেও পরদিন সোমবার বন্দর চালু থাকবে। এরপর আগামী ৪জুন মঙ্গলবার থেকে ৯জুন রোববার পযর্ন্ত মোট সাতদিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন থেকে এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।