নবীনগর উপজেলা প্রেসক্লাবের ৭ম বর্ষে পদার্পণে ইফতার মাহফিল

৩১ মে, ২০১৯ : ৬:০৪ পূর্বাহ্ণ ৪১১

নবীনগর।।

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৩০/৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এতিম, দুঃস্থ, অসহায় ও সুধীজনের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসীম উদ্দিন ।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.সায়েমূল হুদা সায়েম, ওসি রণোজিত রায়, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সামছুল আলম সরকার, কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড মোঃ ইসহাক, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওঃ মেহেদী হাসান, বাজার কমিটির সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম জনি, অনলাইন সি টিভির সিইও সাইফুল ইসলাম রবিন প্রমুখ । ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য ও নারায়নপুর ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
ইফতার মাহফিল শেষে সুধীজনদের নিয়ে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে উপজেলা প্রেসক্লাব’র ৭ম বর্ষে পদার্পণ পালন করা হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খান জাহান আলী চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com