ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয়ে বৃহৎ এ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। তবে বৈরী আবহাওয়া থাকলে জেলা জামে মসজিদে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও শেরপুর ঈদগাহ ময়দান, হাসপাতাল মসজিদ, টেংকেরপাড় মাঠ, পুনিয়াউট আমির হামজা মসজিদ প্রাঙ্গণ, স্টেডিয়াম মাঠ, ভাদুঘর ঈদগাহ মাঠ, ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসা এবং ফাটাকুপুর জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাসহ ৯টি উপজেলায় কয়েক শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে স্ব স্ব এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor