
নাসিরনগর।।
মোঃ আব্দুল হান্নান ।।
জেলার নাসিরনগরে পুশিলের পিকআপভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ পুলিশ কনষ্টেবল সহ ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘঠনাটি ঘটেছে ৪জুন ২০১৯ রোজ মঙ্গলবার সকাল অনুমান ১১ঘটিকায় সময় উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল ব্রীজের নিকট।
জানা গেছে থানা থেকে আসামী বুঝাই করা ১টি পিকআপভ্যান জেলা সদরের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপভ্যানটি দাঁতমন্ডল ব্রীজের নিকট যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো গ ১৫ -২১৭৩ নাম্বারের ১টি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় পুলিশের পিকআপভ্যানের চালক মিটন দাস কনষ্টেবল আবু তাহের ও কনষ্টেবল ফকলুর সহ ৩ পুলিশ সদস্য ও অপরদিকে পিকআপভ্যানে আসামী নাসির মিয়া ও আবু তাহের মারাত্মক আহত হয়।
নাসিরনগর থানা পুলিশের এস. আই মোঃ ময়নাল হোসেন জানায়, আসামীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে ৩ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দূর্ঘটনায় পুলিশের পিকআপভ্যান ও মাইক্রোবাস ২টি ভেঙ্গে ধুমড়ে মুছড়ে গেছে।