
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সবুজ মিয়া (২২) নামে এক ট্রাকের সহকারীর (হেলপার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আশুগঞ্জ-ফার্টিলাইজার রাস্তার মহরম মেম্বারের বাড়ির সামনে রাখা একটি ট্রাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সবুজ একই এলাকার মরম আলী মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবুজ ট্রাকে সহকারী হিসেবে কাজ করতেন। প্রায়ই তিনি রাতে ট্রাকে ঘুমাতেন। মঙ্গলবার (৪ জুন) রাতেও তিনি ট্রাকে ঘুমান। পরে সকালে ট্রাকেই তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বলেন, নিহতের শরীরের বিভিন্ন যায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।