কিশোরগঞ্জ।।
ভারী বৃষ্টির মধ্যেও লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জামাতটিতে দেশ ও জাতির সমৃদ্ধি-শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
বুধবার (০৫ জুন) পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ১১টা ১০ মিনিটের দিকে ঈদগাহটিতে ঈদ নামাজের মোনাজাত শেষ হয়। যদিও সকাল ১০টায় এখানে ঈদ জামাত শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রবল বর্ষণের কারণে সেটা সময় মতো সম্ভব হয়নি।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি মাথায় নিয়েই মুসল্লিরা ঈদগাহে নামাজে অংশ নিয়েছেন। কেউ কেউ ছাতা ব্যবহার করছেন। কারও মাথায় পলিথিন। আবার কারও মাথায় ছাতা-পলিথিন পর্যন্ত নেই। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজেই নামাজে অংশ নিয়েছেন অনেকে।শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে আসতে না পাড়ায় নামাজ শুরু হতে একটু দেরি হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor