
ব্রাক্ষণবাড়িয়া।।
বিজয়বগরে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়ী তল্লাশী করে অস্ত্রসহ বডিগাট ও গাড়ী আটক।জানা যায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউপির ইসলামপুরে বিজয়নগরের এসিল্যান্ড এ,বি, এম মসিউজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা কালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নছিমা রহমানের একটি গাড়ী তল্লাশী করে গাড়ীতে থাকা তাহার বডিগার্ড শামীম (২৫) কে একটি শর্টগান ও ৫ রাউন্ড কার্তুজ এবং একটি গাড়ী আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে বিজয়নগর থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম এর সাথে কথা বললে তিনি জানান তাকে মোবাইল কোর্টে আটক করা হয়েছে।কাগজ পত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।