আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন এর সালমাবাদ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক, বিশেষ প্রতিবেদন 24 June 2019 ৫৮০

গত ২০ই জুন ২০১৯ ইং রোজ শুক্রবার ” বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সালমাবাদ শাখা বাহরাইন দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সালমাবাদ শাখার নির্বাহী সভাপতি পলাশ চন্দ্র দাসের এর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব পরেশ পালের এর পরিচালনায়, অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন , শ্রী সুকুমার শীল যীশু (হিন্দু রত্ন), প্রতিষ্ঠাতা সভাপতি হিন্দু মহাজোট বাহরাইন ও যুগ্ম সাধারন সম্পাদক জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ। প্রধান বক্তা শ্রী বকুল সুএধর সভাপতি জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন। মুখ্য আলোচক সমির মহাজন প্রধান উপদেষ্টা, বিশেষ বক্তা অবিনাশ পাল নির্বাহী সভাপতি হিন্দু মহাজোট বাহরাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, এম এ হাসেম সাধারন সম্পাদক বাহরাইন বাংলাদেশ সমাজ, সিঃ সহ সভাপতি, শ্রী সুকুমার দাশ, প্রধান সমন্বয়কারী শ্রী অনুকূল দেব নাথ, সহ-সভাপতি শ্রী সুবল কৃষ্ণ সূএধর, সহ-সভাপতি, শ্রী মানিক দেব,মহাসচিব, শ্রী লিটন শর্ম্মা, সিঃ যুগ্ম মহাসচিব শ্রী বিষ্ণুপদ দেব,যুগ্ম মহাসচিব শ্রী রুপম পাল,সাংগঠনিক সম্পাদক শ্রী বিধান মজুমদার, সাবেক প্রধান উপদেষ্টা শ্রী তপন সূএধর, বর্তমান উপদেষ্টা,শ্রী দুলাল দাশ,

উপদেষ্টা দুলাল শীল, বুরী শাখার প্রধান উপদেষ্টা শ্রী নিশিকান্ত দেব নাথ, গীতা পাঠ করেন শ্রী রাম কৃষ্ণ চক্রবর্তী মহাসচিব, হামদ টাউন, বাহরাইন, বক্তব্য রাখেন শ্রী পরেশ পাল, শ্রী সঞ্জয় দেব নাথ, শ্রী অপূর্ব দেব নাথ, শ্রী বিকাশ দেব নাথ সুকেশ, শ্রী রিপন দেব নাথ পূর্ণ, শ্রী দুলাল মিএ প্রমূখ। হিণ্দু মহাজোট বৈদেশিক শাখা থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, শ্রী নিশি কান্ত দেব নাথ, প্রধান উপদেষ্টা , বুরী শাখা, শ্রী বিকাশ দেব নাথ সুকেশ, নির্বাহী সভাপতি, হামদ টাউন শাখা, শ্রী সুমন সূএধর, সিঃ সহ-সভাপতি হামদ টাউন শাখা, শ্রী প্রফুল্ল সূএধর, সহ- সহ-সভাপতি হামদ টাউন শাখা, বাহরাইন।