আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে এক শ্রমিকের শরীর থেকে মাথা কর্তন

ব্রাহ্মণবাড়িয়া 26 June 2019 ৫৫৮

ব্রাক্ষণবাড়িয়া।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘুমন্ত অবস্থায় লিটন ঘোষ নামের এক শ্রমিকের শরীর থেকে মাথা দ্বিখন্ডিত করে ব্যাগে ভরে থানায় গিয়ে হাজির হয়েছেন লবু দাস নামে এক ব্যক্তি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দিরের নাট মন্দিরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লিটন ঘোষ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার মতি ঘোষের ছেলে।

তবে পুলিশ বলছে, লবু দাস মানসিক মানসিক রোগী ও উপজেলা সদরের নাছিরপুরের পরমানন্দ দাসের ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, লিটন ঘোষ শ্রমিকের কাজ করেন। সে নাসিরনগরে তার বোনের বাড়িতে এসেছিল। দুপুরে গৌর মন্দিরের নাট মন্দিরে সে ঘুমাচ্ছিল। এসময় মানসিক প্রতিবন্ধী লবু দাস একটি দা দিয়ে লিটন ঘোষের মাথা শরীর থেকে দ্বিখন্ডিত করে ফেলে। পরে সেই মাথা নিয়ে নাসিরনগর থানায় হাজির হয় লবু দাস।

মস্তকবিহীন মরদেহটি পুলিশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মনাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।