আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগর উপজেলা প্রেসক্লাবে পল্লী বিদ্যুৎ ডিজিএম এর মতবিনিময়

বিশেষ প্রতিবেদন 28 June 2019 ৪৮৬

নবীনগর।।

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবে শুক্রবার (২৮/৬) দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নীল মাধব বণিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সংগঠনের সভাপতি এম কে জসিম উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিজিএম নীল মাধব বণিক, এজিএম (কম)কে এম মহসীন, এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর আব্দুর রহিম সহ সাংবাদিক বৃন্দ।

এই সময় সাংবাদিকদের ডিজিএম জানান, নবীনগরে এই মুহূর্তে কোন বিদ্যুৎ ঘাটতি নেই।
বিদ্যুৎ বন্টন প্রক্রিয়া আরো সচ্ছ করতে উপজেলার বিদ্যাকুটে একটি উপকেন্দ্র চালু করতে কাজ চলছে আশা করি আগামী আগষ্ট মাসের ভিতর আমরা তা চালু করতে পারব।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,বজ্রপাত,ঝড়বৃষ্টি ও কারিগরী ত্রুটি ছাড়া নবীনগরে ১০০% বিদ্যুৎ নিশ্চিত করা হচ্ছে।

আমাদের পুরাতন বিদ্যুৎ সরবরাহ লাইনের বিকল্প লাইন নির্মাণ করার প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে,আপাতত চাপ কমাতে বিকেন্দ্রীকরণ প্রকৃয়া বাস্তবায়ন করার উদ্যোগ দ্রুত এগিয়ে চলছে।

একটি জোনাল অফিসের শুরুতে যেই জনবল লাগে বর্তমানে ৯০ হাজার গ্রাহক সেবা নিশ্চিত করতে সেই জনবল নিয়েই আমরা ১০০% গ্রাম বিদ্যুতায়ন করে চলছি, আশা করছি শীঘ্রই আমাদের জনবলের সংকট দুর হবে।

আমরা নবীনগর দক্ষিণ অঞ্চলের এর সেবাকে আরো তরান্বিত করতে জিনদপুর এলাকায় একটি অভিযোগ কেন্দ্র নির্মাণ করার চেষ্টা করছি।