পুকুর ভরাটের মাটি অপসারন কারছে মালিক পক্ষ

২ জুলাই, ২০১৯ : ৩:২৩ অপরাহ্ণ ৪০৬

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ায় অবৈধভাবে ভরাট করা পুকুরের বালি অপসারণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বালি অপসারণ শুরু করেছে মালিকপক্ষ।

সোমবার বিকেলে পুকুর ভরাট করায় মো. শাহজাহানকে দুই লাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তিনি পুকুরের মালিকপক্ষের একজন।

মালিকপক্ষের আরেক সদস্য মো. শাহ আলম বলেন, জেলা প্রশাসনের নির্দেশে আমরা নিজ খরচে পুকুরের বালি অপসারণ শুরু করেছি। রাতে ভেকু মেশিন এনে পুকুরের তলদেশ থেকে বালি অপসারণ করা হবে। প্রশাসনের দেয়া সময়সীমার মধ্যেই বালি অপসারণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, রোববার রাতের আঁধারে অবৈধভাবে পুকুরটি ভরাট করেন মো. শাহজাহান মিয়া। সোমবার বিকেলে তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তিনদিনের মধ্যে ব্যক্তি খরচে বালি অপসারণ পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত।

এর আগে পুকুর ভরাট করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ করে পরিবেশ অধিদফতর ও মধ্যপাড়ার মানুষ।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com