ডেস্ক।। ক্রিকেটের ধারাভাষ্য হোক বা অভিনয়, অথবা সঞ্চালনা- সব দিকেই পারদর্শী তিনি। এবারের বিশ্বকাপেও মাঠ কাঁপাচ্ছেন যথারীতি। কখনও বিরাট কোহলির সাক্ষাৎকার নিতে দেখা যাচ্ছে তাকে আবার কখনও বা মাঠে নেমেই ক্রিকেটপ্রেমীদের প্রিয় দল নিয়ে উত্তেজনার ছবি পৌঁছে দিচ্ছেন সাধারণের কাছে। তিনি রিধিমা পাঠক। ক্রিকেট দুনিয়ায় অন্যতম সফল মহিলা ধারাভাষ্যকার।
ডেস্ক।।
ক্রিকেটের ধারাভাষ্য হোক বা অভিনয়, অথবা সঞ্চালনা- সব দিকেই পারদর্শী তিনি। এবারের বিশ্বকাপেও মাঠ কাঁপাচ্ছেন যথারীতি। কখনও বিরাট কোহলির সাক্ষাৎকার নিতে দেখা যাচ্ছে তাকে আবার কখনও বা মাঠে নেমেই ক্রিকেটপ্রেমীদের প্রিয় দল নিয়ে উত্তেজনার ছবি পৌঁছে দিচ্ছেন সাধারণের কাছে। তিনি রিধিমা পাঠক। ক্রিকেট দুনিয়ায় অন্যতম সফল মহিলা ধারাভাষ্যকার।
এরপর পুণেতে রেডিও জকি হিসেবে কাজ শুরু করেন রিধিমা। সেখান থেকেই তার ক্যারিয়ার জগতের হাতেখড়ি। স্ক্রিপ্ট লেখা, তারকাদের সাক্ষাৎকার নেওয়া সবই করতে হত তাকে।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor