ঢাকা।।
বুধবার সন্ধ্যায় জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি দিঘলকান্দি এলাকায় আউটার সিগন্যালে লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগন উদ্ধার হয়নি ১৬ ঘণ্টাতেও। ফলে এখনও বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।
বুধবার রাতে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন অভিযান শুরু করলেও বৃষ্টি ও আলো স্বল্পতায় উদ্ধার কাজ থমকে যায়। বৃহস্পতিবার সকাল থেকে লাইনচ্যুত তিনটি ওয়াগন উদ্ধার হয়েছে। বিকেল নাগাদ উদ্ধার কাজ শেষ হবে।
পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার খোন্দকার শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে উদ্ধার কাজ শুরু হলেও বেশি দূর এগুতে পারেনি। আজ সকাল থেকে জোরেশোরে উদ্ধার কাজ শুরু হয়েছে। দুর্বল ও পুরনো রেল হওয়ায় লোড বেশি থাকায় এমনটা হয়েছে।
এ ঘটনায় রাত থেকে রাজশাহী-ঢাকা, রাজশাহী-খুলনা এবং রাজশাহী-পার্বতিপুর রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor