
ব্রাক্ষণবাড়িয়া।।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ সাহেদুল ইসলাম বলছেন জগন্নাতের রথ
বিশ্ব ভাতৃত্বের পথ,মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাইআসুন সকলেই যার যার জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যায়।একটা রাষ্ট একা চলতে পারেনা রাষ্টের সাথে আমাদের দায়িত্ব রয়েছে একটি সুন্দর সুখী সমৃদ্বশালী দেশ গড়ার
জন্য।আজ শুক্রবার উল্টো রথযাত্রার ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি একথা বলেন।রথ উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ
অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আবু সাঈদ,রথযাত্রা উদযাপন
কমিটির সাধারন সম্পাদক গৌউর সাহা,সাংগঠনিক সম্পসদক পরিতোষ রায়,সাবেক অধ্যক
অমৃত লাল সাহা, রথযাত্রা উদযাপন পরিষদের সহসভাপতি প্রবীর দেব,জেলা আওয়ামীলীগ
নেতা খোকন কান্তি আচায্য,স্বপন কুমার রায়,সাবেক শিক্ষক পংকজ কুমার রায়,জেলা
হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,সচিপ্রিয় দাস,অনাদি কৃপা
দাস,সুবল সাহা প্রমুখ।সভায় স্বগত বক্তব্য রাখেন ইসকনের সাধারন সম্পাদক প্রবীর
দাস।আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ রথযাত্রা কমিটির নেতৃবৃন্দরা
উল্টো রথের উদ্ভোধন করেন।পরে জগন্নতের ভক্তরা রথে রশি টেনে সারা শহর প্রদক্ষিন
করে মধ্য পাড়া গিয়ে সমাপ্তি ঘটে।