এরআগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে এসে শেষ হয়।
পরে দুপুরে সেখানে আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এমপি মোকতাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত এসপি (হেড কোয়ার্টার) মো. আবু সাঈদ, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদরের ইউএনও পঙ্কজ বড়ুয়া, জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor