ব্রাক্ষণবাড়িয়া।।
আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর এলাকার ভাদুঘর এহ্লাম্ পাড়ার সাচ্চু মিয়ার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একটি বাল্য বিয়ে বন্ধ করে দেন এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া তামান্না আক্তার(১৪) পৌর এলাকার ভাদুঘর গ্রামের এলেমপাড়ার মোঃ সাচ্চু মিয়া এবং মেরুনা বেগমের মেয়ে এবং স্থানীয় মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালত বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয় এবং অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ের আয়োজন করায় কনের পিতা সাচ্চু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়েদেবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor