প্রথম দুই ম্যাচের মতো আজও চলছে লঙ্কানদের উইলোবাজি। শেষ খবর পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান। এ্যাঞ্জেলো ম্যাথিউস ২ ও কুশাল ম্যান্ডিস ২ রান নিয়ে ব্যাট করছেন।
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুঁইয়েছে সফরকারীরা। সিরিজের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন লংকান দলপতি দিমুথ করুনারত্নে।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হয় ম্যাচটি।
অনুশীলনে চোট পাওয়ায় মোস্তাফিজ এই ম্যাচে নেই। একাদশ থেকে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেনও। তাদের জায়গায় এসেছেন রুবেল হোসেন এবং এনামুল হক বিজয়।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor