আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে সাপের কামড়ে একজনের মৃত্যু

সারাদেশ 3 August 2019 ৪৩৭

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে রবিবার রাতে সাপের কামড়ে খামারির মৃত্যু হয়েছে। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম জিনিয়া গ্রামের আলম মিয়া (৪৮)। তিনি উপজেলার সাতমোড়া ইউনিয়নের শিকানিকা গ্রামে এক যুগের বেশি সময় সাপের খামার পরিচালনা করছেন। জানা যায়, রবিবার বিকেলে উপজেলার নীলনগর গ্রামের মোমেন মিয়ার জালে একটি সাপ আটকা পড়েছে শুনে আলম সেখানে গিয়ে সাপটি ধরে বাচ্চাদের খেলা দেখানোর সময় সাপটি খামারি দুই হাতে কামড় দেয়। স্থায়ীররা উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।