নাসিরনগর।।
ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পদে বর্তমান সাইফুল কবির কে পরিবর্তন করা হয়েছে। ৪ আগষ্ট ২০১৯ তারিখে চট্রগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার নির্দেশে ও জারিকৃত এক নোটিশে উক্ত পদের স্থলাভিষিক্ত হচ্ছেন জনাব মোঃআজগর আলী।তার পুর্ব কর্মস্থল ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর।মোঃ আজগর আলী বৃহত্তর নোয়াখালি জেলার কৃতি সন্তান।তার বদলী সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে অনুলিপির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।সেই সাথে অনতিবিলম্বে মোঃ অাজগর অালীকে নতুন কর্মস্থল নাসিরনগরের দায়িত্বভার গ্রহন করার জন্য বলা হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor