
ব্রাক্ষনবাড়িয়া।।
ডেঙ্গু প্রতিরোধ মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা. জনসচেতনতা সহ ব্যাপক কার্যক্রম চলছে ব্রাহ্মণবাড়িয়ায়। সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার।যেখানে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৩ জন। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে হাসপাতালে নানা কিছু হলেও ডেঙ্গু কর্ণারের পাশে হাসপাতালের ছাদে মঙ্গলবার দেখা গেছে ভয়াবহ চিত্র। স্যাতে স্যাতে ছাদে পানি জমা,শ্যাওলা পড়া ছাদে পড়ে আছে হরেক রকমের আবর্জনা। নারকেলের খোসায় জমা পানি,খালি বোতলে পানি, পরিত্যক্ত ঝাড়– , উচ্ছিস্ট খাবার সহ কোনায় ময়লা আবর্জনার বড় স্তূপ। ৪ তলা থেকে এ দৃশ্য সহজেই চোখে পড়ে। সবাই দেখলেও সংশ্রিষ্ট মহলের দৃষ্টিতে উদাসীনতা এখানে লক্ষ করা গেছে। রোগীদের সঙ্গে আলাপ করে জানা যায়, এ স্ত’প অনেক দিনের । রোগী এবং দর্শনার্থীরা এ উদাসীনতার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দৃশ্য সর্ষের মধ্যে ভূ’তের মতোই। বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের যে পরিবেশ থাকার কথা সেখানে অনেক ঘাটতি রয়েছে। শুধু হাসপাতাল কতৃপক্ষই নয়, হাসপাতালের সুষ্ঠু পরিবেশ রক্ষায় রোগী সহ রোগীদের আত্মীয় স্বজনের সচেতনতার অভাব রয়েছে। হাসপাতালের ডেঙ্গু কর্ণারের পাশের ছাদে আবর্জনার স্ত’প অবিলম্বে পরিস্কার সহ পুরো হাসাপতালের পরিচ্ছন্ন পরিবেশ রক্ষার ব্যাপারে জোর দাবী জানিয়েছে দর্শনার্থী সহ ভুক্তভোগীরা।