
ব্রাক্ষনবাড়িয়া।।
গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় আরো চারজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২২১ জন।
তাদের মধ্যে ৪৭ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সিভিল সার্জন ডাক্তার মো. শাহ আলম জানান, আক্রান্তদের সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।