
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় পুলিশ হেফাজতে বাবুল মিয়া (৫৫) নামে ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু হয়েছে।
নিহত মো. বাবুল মিয়া উপজেলার পূর্ব ভাগ ইউনিয়নের কয়ারপুর গ্রামের চন্দ্রপাড়ার লাল খানের ছেলে।
রবিবার ২৫ আগস্ট দুপুরে একটি ডাকাতি মামলায় উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর বাজারের কাঠের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
তবে মৃত বাবুল মিয়ার পরিবারের অভিযোগ তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। পুলিশ তাকে ছাড়িয়ে নিতে পরিবারের লোকজনের কাছে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করছিল।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজিদুর রহমান জানান, বাবুল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হলে তিনি অসুস্থ বোধ করলে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন এব্যাপরে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
নিহত বাবুল মিয়া জেলার বিজয়নগর থানায় দায়ের হওয়া ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলেও জানান তিনি।
নিহতের ময়না তদন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে আজ সম্পন্ন হয়েছে।