ঢাকা।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারত অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে নয়াদিল্লী পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন শেখ হাসিনা।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের আটদিনের সফর শেষে দেশে ফিরে তিনদিনের মাথায় আবারো প্রধানমন্ত্রী ভারতে চারদিনের সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তাকে বহনকারী ফ্লাইটটি ভারতীয় সময় সকাল ১০টায় নয়াদিল্লি পৌঁছে। দুপুরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন।
এ সফরে ১০ জন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ তার সফরসঙ্গীর সংখ্যা মোট ১৭১ জন। প্রধানমন্ত্রীর ভারত সফরে দু’দেশের মধ্যে কমপক্ষে ১০-১২টি চুক্তি স্বাক্ষর হবে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিতে এ সফর হলেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। ৩ ও ৪ অক্টোবর বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন হবে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor