নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুধবার সকালে পানিতে ডুবে ও বিদ্যুপৃষ্টে পৃথক দুইজনের মৃত্যু হয়েছে।
জিনপুর ইউনিয়নের মেরকুটা গ্রামের বাবুল মিয়ার ছেলে মিনহাজুল ইসলাম (২) পানিতে ডুবে ও একই ইউনিয়নের হুরুয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৮) বিদ্যুপৃষ্টে মারা গেছে।
জানা গেছে, শিশু মিনহাজুল ইসলাম বাড়ি প¦াশের পুকুর পাড় খেলা করা সময় পানিতে পড়ে তলিয়ে যায়। রফিকুল ইসলাম বাড়ির গরু খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। আশংকাজনক অবস্থান দুইজনকে নবীনগর সদর হাসপাতালে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor