জীবনাচারে দ্যুতিময় তারকা আলহাজ্ব এড, হুমায়ূন কবীরের চিরবিদায়

২৮ অক্টোবর, ২০১৯ : ৪:৫২ অপরাহ্ণ ৪৮১

ব্রাক্ষণবাড়িয়া।।

প্রিয় নেতাকে শেষ দেখার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে জনতার ঢল। পরিপূর্ণ ময়দান। শান্তির দূত সাদা কাফনে শায়িত চির নিদ্রায়। লাল সবুজ জাতীয় পতাকায় আচ্ছাদিত মহান মুক্তিযুদ্ধের গাজী সংগঠক, বীর সেনানী,রাস্ট্র দিয়েছে বীরত্বের বিরল সম্মান। সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রের প্রতিনিধি জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ র্উধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনের প্রতিনিধি,বিভিন্ন স্তরের শোকাহত মানুষ সবার চোখে জল। বিউগলে বিদায়ের সুর, বিরল জীবনাচারের সফল, স্বার্র্থক গণ মানুষের জননন্দিত নেতার শেষ বিদায়। আমরণ জনসেবায় ক্লান্তিতে বড় বিশ্রামে শায়িত আলহাজ্ব এড. হুমায়ূন কবীর। গতকাল গোটা ব্রাহ্মণবাড়িয়া ছিল শোকাচ্ছন্ন। নামাজে জানজা শেষে পুষ্পিত শেষ শ্রদ্ধা নিবেদন। তারপর শেষ যাত্রা নিজ বাড়ি শহরের উত্তর পৈরতলার পারিবারিক কবর স্থানের উদ্দেশ্যে। বাবা মা ভাই বোনের কবরের পাশে অবশেষে দাফন। ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সৃষ্টিকর্তার কাছে একই মিনতি,“ হে মহান শ্রষ্ঠা , সৃষ্টির সেরা জীব মানুষের সেবায় আমরণ নিবেদিত, অকৃত্তিম অভিভাবক, সকলের ভালবাসার আলহাজ্ব এড, হুমায়ূন কবীরকে শান্তিতে রেখো,জান্নাতুল ফেরদৌস দান করুন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com