আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সারাদেশ 22 November 2019 ৬২৯

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজারের পাশে ভাটামাতা আহাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১টায় আহাদপুর গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে সাইদুর রহমান (২) ডোবায় ডুবে মারা যায়। নৌকার মধ্যে খেলাধুলা করার সময় সাইদুর পানিতে পড়ে যায়। পরে ডোবা থেকে তাকে তুলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হক বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।