
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় লতিফ ভূঁইয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্ব) সকালে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের মহিউদ্দিন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত লতিফ ভূঁইয়া আখাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। লতিফ ভূঁইয়ার মেয়ের জামাতা বলেন, সকালে ধরখার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে মহিউদ্দিন নগর এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত মোটরাসাইকেল লতিফ ভূঁইয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী জানান, সড়কে দুর্ঘটনার খবর পেয়েছি। তবে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে তা হাইওয়ে পুলিশের অধীনে।