নবীনগর।।
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট এক তরুণ ব্যবসায়ীর মুত্যু হয়েছে। সোমবার সকালে টিএন্ডটি পাড়ায় এই ঘটনা ঘটে। রুবেল উপজেলার বগডহর গ্রামের জহিরুল হকের পুত্র। সে এলুমিনিয়াম সামগ্রী এসকেবি’র উপজেলা ডিলার। জানা গেছে, নবীনগর পৌর এলাকার টিএন্ডটি পাড়ার আয়েশা ভবনে গত কয়েকদিন ধরে থাই এলুমিনিয়ামের কাজ করছিলো রুবেলের দোকানের কর্মীরা। আজ সকালে কর্মীদের কাজ তদারকি করতে সেখানে যান রুবেল। এসময় সেখানে অসাবধানবশত বিদ্যুতের তারের সঙ্গে লাগানো থাকা একটি এলুমিনিয়াম পাইপে রুবেলের হাত লাগার সংগে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল। পরে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। এদিকে রুবেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, বগডহর গ্রাম সহ নবীনগর বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা ছুটে আসেন হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসেন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌসুমী বারীসহ রুবেলের আত্বীয় স্বজনেরা।
এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor