ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট বালুর মাঠ খোলা আকাশের নিচে পড়ে থাকা নবজাতক এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।১৪ জানুয়ারি সকাল সাড়ে ৭ টায় শহরের পুনিয়াউটে আনসার ক্যাম্পের পিছনে বালুর মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২ নং পুলিশ ফাঁড়ির এটিএস আই আজহার জানান, সকালে এলাকার লোকজন পুনিয়াউট বালুর মাঠে খোলা আকাশের নিচে নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা শিশুটিকে উদ্ধার করি। বর্তমানে শিশুটি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor