আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

এসএসসির পরীক্ষার তারিখ পরিবর্তন

সারাদেশ 18 January 2020 ৭৯৯

ঢাকা।।

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। ১লা ফেব্রুয়ারি পরিবর্তে ৩রা ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে বলে মানবজমিনকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। তিনি জানান পরীক্ষার সূচিও পরিবর্তন করা হবে। রোববার এ সূচি প্রকাশ করা হবে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর আলোচনার মধ্যেই এই সূচির পরিবর্তন হলো। নির্বাচন কমিশন বলে আসছে পরীক্ষার কারণে ভোটের তারিখ পেছানোর সুযোগ নেই।